এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে জাতীয় মেধাতালিকায় ৩৮তম স্থান অধিকার করেছে নীলফামারীর ডোমার উপজেলার সাবিহা বিনতে বৃষ্টি। তার প্রাপ্ত স্কোর ৮৬ দশমিক ৫।


আজ রবিবার (১১ই ফেব্রুয়ারী) এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে জাতীয় মেধাতালিকায় ৩৮তম স্থান অর্জন করে বৃষ্টি। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত স্কোর ৮৬ দশমিক ৫ এবং মেরিট স্কোর ২৮৬ দশমিক ৫। সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

সাবিহা বিনতে বৃষ্টি ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি পশ্চিম ধনীপাড়া এলাকার মোঃ সাদিকুল ইসলামের কন্যা। ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় বৃষ্টি।

মেডিকেলে চান্স পাওয়ার ব্যাপারে আবেগাপ্লুত হয়ে সাবিহা বিনতে বৃষ্টি বলেন, এতদিনের পরিশ্রম অবশেষে সফলতা পেয়েছে। আমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারায়, অনেক আনন্দিত লাগছে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024