সম্পর্কে হেরে গেলেও কিছু মানুষ সুখ নিয়ে বেঁচে থাকে।

কেন জানো?

সম্পর্কের মধ্যে জিত বা হার থাকতেই পারে। সবাই সবার মনের মানুষ কে পাবেই, এমন নিশ্চয়তা কখনো ই হবার নয়। তবুও মানুষ আশা করে। আশা নিয়ে বেঁচে থাকে। তবুও শেষ পর্যন্ত না পাওয়া হলেও তারা কয়েকদিন চুপ করে চেয়ে থাকে। হয়তো নদীর দিকে চেয়ে, অথবা পাহাড়ের দিকে। সম্পর্কে হেরে গেলে মানুষ বড় হয়। একদম সঠিক ভাবে বলতে গেলে, বড় হয় তার মন। জীবনের কঠিন থেকে কঠিনতম সত্যকে মেনে নিতে শেখে। যে সম্পর্ক হেরে গিয়েও জীবন শিখিয়ে যায়, অথবা যে মানুষ সম্পর্কে হেরে গিয়েও জীবন শিখে নেয়, এরা সাধারণ মানুষের মধ্যে পড়ে না। এরা একদম আলাদা। যতটুকু সময় আছি, ততটুকু বেঁচেছি খুব করে। বুক ভরে শ্বাস নিয়েছি নিজের মানুষটার চোখের দিকে চেয়ে। আজ হয়তো তার হাত আমার হাতে নেই, তবুও বুকভরা সেই বাতাস টুকু আজ ও বুকের ভিতর সম্পর্ক কে বাঁচিয়ে রাখে। সেই বাতাস সুখ এনে দেয়। একবার যে ভিতরে ডুব দিয়েছে, তার আর নিস্তার নেই।।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024