শেরপুর জেলার ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক রোস্তম আলী, সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ আলী খান, শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ, ট্রেড ইন্সট্রাক্টর উম্মে সালমা। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন, দশম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা তাবাসসুম স্নেহা ও নাদিম হাসান পুলক। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে কলমসহ ফাইল পত্র বিতরণ করা হয়। এছাড়াও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024