|
Date: 2024-02-12 08:31:03 |
“কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় (১১-১২ ফেব্রুয়ারি) ২ দিনব্যাপী কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোমবার ছিল এ প্রশিক্ষণের শেষ দিন। সমাপনি দিবসে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার সহ দুটি ভেন্যুতে ৬০জন কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। দু'দিনব্যাপী এ প্রশিক্ষণে ৬০জন কৃষক-কৃষাণীকে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।
© Deshchitro 2024