বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ উপজেলা শাখার আওতাধীন হ্নীলা ইউনিয়ন শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে সংগঠনকে আরো গতিশীল করতে ওয়ার্ড পর্যায়ে কর্মী সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 


রবিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে হ্নীলা আবু বক্কর মুন্সি মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জরুরী সভার আয়োজন করা হয়।



যুবলীগের জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, সংগঠনকে গতিশীল করতে গঠনতন্ত্র অনুযায়ী জরুরী সভার আয়োজন করতে হবে। তাহলেই সংগঠনের প্রতি নেতাকর্মীদের টান থাকবে। সেই সঙ্গে যুবলীগকে আরো সাংগঠনিক গতিশীল করার আহবান জানান।


হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় ইউনিয়ন যুবলীগের জরুরী সভায় প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফজলুল কবির।


বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, প্রচার ও প্রকশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সরওয়ার কামাল, রেজাউল করিম মেম্বার।


এতে বক্তব্য রাখেন, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি বেলাল উদ্দিন মেম্বার, সহ সভাপতি আালী নেওয়াজ, মাহমুদ হোসেন সোহেল, যুগ্ন সম্পাদক কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফোরকান মাহমুদ সহ হ্নীলা ইউনিয়ন যুবলীগের আওতাধীন ১ থেকে ৯ নং ওয়ার্ড এর সকল সভাপতি সাধারণ সম্পাদক প্রমূখ।



উক্ত জরুরী সভায় আগামী ১৫ ফেব্রুয়ারী ৪নং ওয়ার্ড, ১৬ ফেব্রুয়ারী ১ও ২নং ওয়ার্ড, ১৭ ফেব্রুয়ারী ৩নং ওয়ার্ড, ১৮ ফেব্রুয়ারী ৫নং ওয়ার্ড, ১৯ফেব্রুয়ারী ৬নং ওয়ার্ড, ২৩ ফেব্রুয়ারী ৭নং ওয়ার্ড, ২২ ফেব্রুয়ারী ৮নং ওয়ার্ড ও ২৪ ফেব্রুয়ারী ৯নং ওয়ার্ডের কর্মী সমাবেশ করা সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024