রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিণ বিস্কা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি- ২০২৪ এর পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও নতুন শিক্ষাক্রম নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম সানোয়ার পলাশ, ম্যানেজিং কমিটির সদস্য ইব্রাহীম, টুটুল, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুৎফুন নাহার, সাবেক সহকারী শিক্ষক আজাহারুল ইসলাম, সমাজ সেবক সাইদুর ইসলামসহ প্রতিষ্ঠানে সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

নতুন ছাত্র ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেওয়া হয়।

আগামী (১৫ ফেব্রুয়ারি) সারাদেশব্যাপী এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সুত্রে বিদ্যালয়ে এস.এস.সি (সমমান) পরীক্ষার্থী শিক্ষার্থীদের বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বিদায় জানানো হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিঃ সহকারী মৌলানা শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024