১২ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ রোজ সোমবার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শোলাকুন্ডু কেরামতিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 


মাদ্রাসার ছাত্রছাত্রীদের ঐকান্তিক সহযোগিতা ও প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে পরিচালিত ও সাফল্যমণ্ডিত হয়েছে। অন্যবারের তুলনায় এবার এই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিষয় যেমন ছিল অনেক নান্দনিক, তেমনি ছিল বৈচিত্র্যপূর্ণ, সে জন্য সব শিক্ষার্থীই কমবেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।


সকাল নয়টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলাউদ্দিন, সভাপতি, অত্র মাদ্রাসা ব্যাবস্থাপনা কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ রাজ্জক মোল্যা, উপজেলা চেয়ারম্যান, ফরিদপুর সদর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফরিদপুর সদর, শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন, চেয়ারম্যান, ৯ং কানাইপুর ইউ.পি, ফকির মোঃ বেলায়েত হোসেন, সাবেক চেয়ারম্যান, ৯ং কানাইপুর ইউ.পি, হাসান আহমেদ, সভাপতি, শোলাকুন্ডু সূর্যতরুণ ভয়েজ ক্লাব। এস এম সালমান, সাধারণ সম্পাদক, শোলাকুন্ডু সূর্য তরুণ ভয়েজ ক্লাব। ক্রীড়া পরিচালনা করেন নূরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক, অত্র প্রতিষ্ঠান। এছাড়াও  অত্র প্রতিষ্ঠানের সুপার সহ তার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অত্যন্ত সুশৃঙ্খল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতার বিষয়গুলো ছিল বেশ বৈচিত্র্যপূর্ণ। 


পরিশেষে পুরুষ্কার বিতরণের মাধ্যমে এ বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024