কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি লোহার পিস্তল,১টি রাউন্ড পিস্তলের গুলি ও ১টি চাকু উদ্ধার করতে সক্ষম হয়।


আটককৃত হলো উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহর ছেলে সলিম উল্লাহ(৩৪)।সোমবার দুপুরে ধৃত আসামীকে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়।


রবিবার(১১ফেব্রুয়ারী)রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়।


এ ব্যাপারে এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল সত্যতা নিশ্চিত করেন।ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024