|
Date: 2024-02-12 14:40:47 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে।
গতকাল রবিবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা নিহত ব্যক্তির (৩৮) এর নাম ঠিকানা জানাতে পারেনি। তারা বলেন, হঠাৎ রাত ১১টার দিকে ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা পিলারের নিচে গিয়ে দেখেন অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে। তার হাতে বৈদ্যুতিক শকের চিহ্ন, পাশে স্ক্রু-ড্রাইভার ও নাট খোলার সরঞ্জাম পড়ে আছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাবীবপুর গ্রামে এক অজ্ঞাত ব্যক্তি লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সে একজন ট্রান্সফরমার চোর। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024