|
Date: 2022-10-18 13:39:44 |
নান্দাইলে শেখ রাসেলের জন্মদিন পালিত
পুষ্পস্তবক অর্পণ,বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ময়মনসিংহের নান্দাইলে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ই অক্টোবর)উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সহকারি কমিশনার (ভূমি) এ.টি.এম আরিফ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ প্রমুখ।
© Deshchitro 2024