ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়ন মিথিলা আহমেদ মৌ ও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দ্বিতীয় অন্বেষা বর্মনকে নলছিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। (১২ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মিথিলা আহমেদ মৌ ও অন্মেষা বর্মনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা পুরস্কার দিয়ে সংবর্ধনা জানান উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। এসময় মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব হোসেন সেন্টু,  মিথিলার মা শাপলা বেগম, অন্বেষা বর্মনের  বাবা উত্তম কুমার বর্মন, প্রভাষক মো: আমির হোসেন, সাংস্কৃতিক কর্মী তপন কুমার দাস উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, অন্বেষা বর্মন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে দ্বিতীয় স্থান অর্জন করায় তাকে অভিনন্দন। অন্যদিকে মিথিলা আহমেদ মৌ কারাতে প্রতিযোগিতায় ৪টি স্বর্ণ পদক অর্জন করায় নলছিটিবাসী গর্বিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দিতে পেরে আমিও আনন্দিত।

অন্মেষা বর্মন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় খ গ্রুপে দেশাত্ববোধক সংগীতে দ্বিতীয় হয়েছে সে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।  বিশ্বজয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে মিথিলা আহমেদ মৌ, সে ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩ তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল অর্জন করেন, ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, অলিম্পিক যুব গেমস্ ২০২৩ এ দেশের হয়ে গোল্ড মেডেল, সর্বশেষ ভিকারুন্নেসা কারাতে প্রতিযোগীতায় ১টি গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও ২ টা ব্রোঞ্জ ও ৩ টা সিলভার মেডেল'র অর্জন আছে তার ঝুলিতে। সে এবছর নলছিটি উপজেলার তালতলা বিজি ইউনিয়ন একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024