|
Date: 2022-10-18 13:41:17 |
প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হয়ে ফিরলো সজিব
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর কামটখালী গ্রামের ১৭ বছর বয়সী মো.সজিব মিয়া প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হয়ে ফিরলো। সে ওই গ্রামের কৃষক মো.নাজিম উদ্দিনের ছেলে।
সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ত্রিশাল উপজেলার চরমাদাখালী নতুন চর এলাকায় হামলা ও আক্রমণের ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামের এক মেয়ের সাথে সজিবের প্রেমের সম্পর্ক ছিল।সোমবার বিকালে সজিব তার বন্ধু তাওহীদকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে প্রেমিকার সাথে দেখা করতে যায়।
সন্ধ্যার দিকে বুকে ও গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় সজিবকে সিএনজি করে বীর কামটখালী দক্ষিণ বাজারে নিয়ে আসে তাওহীদ। তারপর দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত সজিবের মা রেহেনা খাতুন কেঁদে কেঁদে বলেন,আমার সজিবরে যারা মারছে তাদের ফাঁসি চাই,বিচার চাই।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
© Deshchitro 2024