বরিশাল গড়িয়ার পাড় এলাকায় দুই কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।মাদক ব্যবসায়ীা হলেন  মোঃ শামীম সরদার (৩৯)। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গড়িয়ার পাড় থেকে তাকে আটক করা হয়।আটকৃত মোঃ শামীম সরদার নেছারাবাদের সোবাহান সরদারের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি আভিযানিক টিম রাত দেড়টার দিকে গড়িয়ার পাড় গোল চত্ত্বর সংলগ্ন সুমন ষ্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
আটক মাদক ব্যবসায়ী মোঃ শামীম সরদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে বলে জানান তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024