|
Date: 2024-02-13 08:00:21 |
উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় নীলফামারীর ডোমার আইডিয়াল একাডেমির ১০ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীদের হাতে সনদ বিতরণ করা হয়েছে।
ডোমার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণী অনুষ্ঠানে উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ হেফাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন।
ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেহুদ্দীন শাহ কোরাইশী তাদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আরও কঠোর, পরিশ্রমি হওয়ার পরামর্শ প্রদান করেছেন।
© Deshchitro 2024