উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় নীলফামারীর ডোমার আইডিয়াল একাডেমির ১০ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীদের হাতে সনদ বিতরণ করা হয়েছে।

ডোমার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণী অনুষ্ঠানে উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ হেফাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন।

ডোমার আইডিয়াল একাডেমির প্রতিনিধি হিসেবে হামদ/নাত ক-গ্রুপে ১ম স্থান অধিকার করেছেন পঞ্চম শ্রেণির ছাত্র আমান উল্লাহ আমান, খ-গ্রুপে ১ম হয়েছেন অষ্টম শ্রেণির ছাত্রী মোবাশ্বেরা ইসলাম, কোরআন তেলাওয়াতের খ-গ্রুপে প্রথম হয়েছেন অষ্টম শ্রেণির ছাত্রী লাজিনা আক্তার, ২য় হয়েছেন অষ্টম শ্রেণির মোবাশ্বেরা ইসলাম ও ৩য় হয়েছেন দশম শ্রেণির ছাত্রী আনিকা।

এছাড়া আজানের ক-গ্রুপে ৩য় হয়েছে চতুর্থ শ্রেণির সাদিক, কবিতা আবৃত্তিতে ৩য় হয়েছে ৫ম শ্রেণীর ছাত্রী মালিহা, রচনা প্রতিযোগিতায় খ-গ্রুপে ২য় হয়েছে ৭ম শ্রেণির ওয়াকিয়া আক্তার রক্তি ও গ-গ্রুপে ২য় হয়েছে ১০ম শ্রেণির ছাত্রী আনিকা, ৩য় হয়েছে ১০ম শ্রেণির ছাত্রী নেহা।

ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেহুদ্দীন শাহ কোরাইশী তাদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আরও কঠোর, পরিশ্রমি হওয়ার পরামর্শ প্রদান করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024