|
Date: 2024-02-13 08:35:00 |
সিরাজগঞ্জের কাজীপুরে মা কে হত্যার দায়ে পুত্র ও পুত্রবধূর মৃত্যুদণ্ড রায় দিয়েছে আদালত
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক কানিজ ফাতেমা এ আদেশ দেন।
মামলার অভিযুক্ত আসামীরা হলেন, কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামের মৃত মকছেদ আলী মন্ডলের ছেলে আব্দুল সামাদ( ৫৭) ও স্ত্রী রাশিদা খাতুন (৫০)।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামে আব্দুস সামাদের সাথে তার বৃদ্ধ মা ফাতেমা বেগম একই বাড়ীতে বসবাস করতো । প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষ করে তার কক্ষে ঘুমিয়ে পড়ে পরে দিন ২০১৬ সালের ১ই নভেম্বর ভোরে ফাতেমা বেগমের মৃতদেহ গলাকাটা রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে তার ছোট ভাই মনছের আলীকে ফোন করে জানায়। এ খবর পেয়ে মনছের আলী বাড়িতে গিয়ে দেখে তার মা গলাকাটা রক্তামাখা অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ও একটি ছুরি জব্দ করে পরে আব্দুল সামাদের ভাই আব্দুল রহিম কাজীপুর থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দীর্ঘদিন তদন্ত শেষে ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন। আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
© Deshchitro 2024