|
Date: 2024-02-13 10:33:34 |
মানবতা
মোঃ জাহিদুল ইসলাম খান
মানবতা এক বিস্ময়কর গুণ,
মানুষের জন্য হৃদয়ে যে ব্যথা
আত্মায় যে দহন জ্বলজ্বল করে
আনন্দ এবং অশ্রুতে লেখা,
হৃদয়ের প্রশান্তি যে কাজে
মানবিকতা তাকেই বলে।
দূরবর্তী দেশ থেকে জনাকীর্ণ রাস্তায়
মানুষের মুখে ও অন্তরে,
সরল আত্মিক টানে দেখানো উদারতা
প্রতিটি কাজে মনুষত্বের বহি:প্রকাশ।
ইতিহাস না পরে ইতিহাস গড়ার বাসনা
মনুষত্বের এক নিখাদ নিদর্শন।
সমাজ মেরামত করার আকাঙ্খা
দেশ ও সমাজের ক্রান্তিকালে
ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ,
একে অপরকে তুলে ধরার
সুতীব্র মানসিক শক্তির প্রদর্শন মানবিকতার সুস্পষ্ট প্রমান।
স্বপ্ন দেখার ও দেখানোর দু:সাহস
এমন একটি সমাজ গড়তে
যেখানে সকলে আলোকিত হতে পারে,
সহানুভূতিই একমাত্র পথ প্রদর্শক
দুর্দশার মধ্যে একে অপরকে
সম্মান ও শ্রদ্ধাবোধের জন্ম দেয়।
পরের কষ্ট বেদনা ভাগ করে নেওয়া
বিনিময় হীন ভালবাসায় আলিঙ্গন মানবতার চরমতম প্রদর্শন
পরশ্রীকাতরতা ভুলে পরের জন্য
হৃদয়ে সুতীব্র তাড়না উপলব্ধি
মানুষ হিসেবে নিজেকে সমুন্নত করে।
নিজেকে বিপন্ন করে হলেও
অন্যের পাশে থকার প্রেরণা,
অকুতোভয়,ঘৃণা,হিংসা হীন
আজন্ম প্রাপ্তি বিহীন কাজের টান।
নিজেকে বিলীন করে দেয়ার তাড়না
মানবিক স্বেচ্ছাসেবীর মূল মন্ত্র।
© Deshchitro 2024