|
Date: 2024-02-13 12:05:55 |
রাজবাড়ীর গোয়ালন্দে এসএস সি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বাজবাড়ীর গোয়ালন্দে এসএস সি দাখিল ও ভোকেশনাল পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কেন্দ্রের সচিব এবং হলসুপার পর্যবেক্ষণ শিক্ষকগণদের সাথে এসএস সি ২০২৪ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ই ফেব্রুয়ারি সকাল ১০ টার সময়
নাজিরউদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নাজিরউদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমানসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গোয়ালন্দ উপজেলা আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুস্থ নিরপেক্ষ নকলমুক্ত পরিবেশ গ্রহণ করতে ব্যাপক প্রস্তুতি রয়েছে।
© Deshchitro 2024