আজ মঙ্গলবার (১৮ অক্টোবর, ২০২২) পুলিশ লাইন মাঠে, জেলা পুলিশ, নরসিংদী কর্তৃক আয়োজিত পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন কাজী আশরাফুল আলম পিপিএম করেন পুলিশ সুপার, নরসিংদী। 


কোরআন তেলাওয়াত ও বাহারি রঙের বেলুন আকাশে উড়িয়ে শুরু হয় উদ্বোধন।এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার ও অন্যান্য পুলিশ অফিসার বৃন্দ। 


পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ১০ টি অংশগ্রহণ করবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ড খেলবে  ১০টি দল।


ক গ্রুপে ১. নরসিংদী মডেল থানা ও শহর পুলিশ ফাঁড়ি, ২. মাধবদী থানা ও শেখেরচর পুলিশ ফাঁড়ি, ৩. শিবপুর মডেল থানা, ৪. পলাশ থানা ও ৫. বেলাব থানা।


খ গ্রুপে ১. মনোহরদী থানা ও রামপুর তদন্ত কেন্দ্র, ২. রায়পুরা থানা ও বাশঁগাড়ী তদন্ত কেন্দ্র, ৩. পুলিশ লাইন্স, ৪. ডিবি/ডিএসবি শাখা, ও ৫. সদর ট্রাফিক/সদর কোর্ট। 


আজ উদ্বোধনী ম্যাচে নরসিংদী মডেল থানা ও শহর পুলিশ ফাঁড়ি বনাম মাধবদী থানা ও শেখেরচর পুলিশ ফাঁড়ি ফুটবল দল ১-১ ড্র করেন।

অপর ম্যাচে পলাশ থানা বনাম শিবপুর মডেল থানাফুটবল দল ০-০ (গোলশূন্য) ড্র করেন।


জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগন এই আয়োজনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আলম মহোদয়কে। দায়িত্ব পালনের পাশাপাশি মাঝে মাঝে এরকম আয়োজন অংশগ্রহণ  পুলিশ সদস্যদের জন্য ও শারীরিক মানসিক ভাবে পজিটিভ ফল বয়ে আনবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024