এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের নীলফামারীর ডোমার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড ব্যাংক- জোড়াবাড়ী’ এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারী) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্লাড ব্যাংক- জোড়াবাড়ীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা ও পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ব্লাড ব্যাংক- জোড়াবাড়ীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোহেল রানা।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ব্লাড ব্যাংক- জোড়াবাড়ীর যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মজিবুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাজ্জাক ইসলাম প্রমুখ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় অর্ধশতাধিক পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ সহ পরীক্ষা সম্পর্কিত দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন বক্তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024