|
Date: 2022-08-08 11:43:59 |
বানিয়াচংয়ে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্য আলোচনা সভা
বানিয়াচংয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮আগস্ট) সকাল সাড়ে ১০ ঘটিকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিৎ দেব, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া প্রমুখ।
এছাড়া বিভিন্ন কর্মকর্তাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষ থেকে অসহায় দু:স্থ মহিলাদের মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
© Deshchitro 2024