টুপি পরিধানকারী ব্যক্তিটি ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ।

প্রফেসর, অর্থনীতি বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীদের বাসে করে ক্যাম্পাস থেকে বাড়ি ফিরছেন। তাঁর জন্য নির্ধারিত বাস মিস করায় শিক্ষার্থীদের বাসে করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু সেখানেও সিট নেই।

অনেক শিক্ষার্থী সিট ছেড়ে দিয়ে স্যারকে বসার জন্য বলছিল।

কিন্তু স্যার বসেন নাই এবং বলছিলেন-  "এটা তোমাদের বাস, তোমরাই বসো"।

এরপর যখন সিট ফাঁকা হয়েছিল তখনই কেবল স্যার সিটে বসেছিলেন।

শিক্ষক তিনি, সর্বক্ষেত্রেই শিক্ষা দেন! 

স্যারের প্রতি স্যালুট রইলো। এভাবে আমাদের আজীবন নৈতিক শিক্ষা দিয়ে যাবেন! 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024