|
Date: 2024-02-13 20:50:31 |
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার প্রায় প্রতিটি সিএনজি স্ট্যান্ড গুলোতে চলে ভাড়া নৈরাজ্য,প্রশাসনের কোনো মনিটরিং না থাকায় সিএনজি চালক ও স্ট্যান্ড গুলোতে চলে এমন নৈরাজ্য বলছে সাধারন জনগন।
জানা গেছে উপজেলার সোনাইমুড়ি চৌমুহনী রোডে বজরা,চৌরাস্তা,চৌমুহনী।বজরা দীঘিরজান থেকে আমিশাপাড়া,সোনাইমুড়ি চৌরাস্তা থেকে ছাতারপাড়িয়া,সোনাইমুড়ি থেকে চাটখিল প্রতি সড়কে স্ট্যান্ড ও সিএনজি চালকদের কাছে সাধারন মানুষ জিম্মি বিভিন্ন চাঁদা,জিনিস পত্র,গ্যাসের দাম বৃদ্ধি সহ নানা অযুহাতে চলে সরকার নিদ্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া আদায়,যা রাত আটটার পরে বেড়ে হয়ে যায়,তিন থেকে চার গুন যার প্রধান কারন হিসাবে মানুষ প্রশাসনের যথাযথ নজর দারির অভাবকে দায়ি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন আমরা মধ্যবিত্ত পরিবারের,আমার মত অনেক নিম্ম বৃত্ত মানুষও আছে,যাদের কর্মের তাগিদে এই সড়ক গুলোতে চলাচল করতে হয়,আমাদের ইনকাম বাড়ে না, কিন্তু প্রতিনিয়ত খরচ বাড়ছে,এদের সিন্ডিকেটের কারনে মাস শেষে আমাদের সংসার চালাতে হিমসিম খেতে হয় পড়তে হয় নানা বিড়ম্বনায়,কেউ আমাদের কষ্ট দেখে না,এই দেশে প্রশাসন আছে বলে মনে হয় না,যদি থাকতো তবে প্রশাসন এসব দেখতো,আমরা তো দেখি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার হাত ধরে চলে এমন কর্যক্রম। তাই তারা চুপ থাকে সব সময় এই সিন্ডিকেট না ভাঙ্গলে আমরা বাঁচবো কি করে।
© Deshchitro 2024