|
Date: 2024-02-14 04:21:11 |
শুকনো পাতার মরমর ধ্বনি মারিয়ে
চলেছি ফুলের ঘ্রাণের পানে
পত্র-পল্লব দিচ্ছে উকি
ফুল ছেয়েছে আজ বাগানে
শিমুল,পলাশ ফুটেছে
কোকিল জেগেছে বাজাতে-
কুহুকুহু কলতান
সরষে ফুলের আনন্দে
মৌমাছিরা গায় গান।
বাতাসে একটু শীতল দোলা
এখনো দিচ্ছে পরশ
জানান দিয়ে বসন্ত আজ
দক্ষিণা দুয়ার খোলা।
••••
লেখক : ইমরুল ইসলাম সুইট
© Deshchitro 2024