চাকরী তো সে সোনার হরিণ, 

কেমনে ধরবা তারে?

মেধার দাম কেউ পাচ্ছে না ভাই, 

 সিন্ডিকেটর জালে।


আইএ, বিএ পাশ করে সব, 

কাটছে ঘোড়ার ঘাস।

এদিক সেদিক করে তাদের, 

কাটছে দিন আর মাস।


চাকরীর পরীক্ষা দিয়ে সবাই, 

হাসিমুখে ফেরে ঘরে।

রেজাল্ট দেখার পরে তাদের,

কঠিন জ্বরে ধরে।


টাকা-কড়ি,মামু-খালু

থাকলে তো ভাই জব।

নাইলে তুমি ভূলে যাও ভাই,

চাকরী নামের খোয়াব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024