বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় ব-দ্বীপ। এই ব-দ্বীপের আয়তন ৫৬ হাজার বর্গমাইল। তারমধ্যে সৃষ্টিকর্তার সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ঠ উপহার হলো দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলে দাঁড়িয়ে থাকা পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন।  সুন্দরবনের সম্পূর্ণ আয়তন ১০ হাজার বর্গ কিলোমিটার। ১৯৪৭ সালে দেশভাগের সময় সুন্দরবনের তিন ভাগের ২ ভাগ পড়েছে আজকের বাংলাদেশে এবং একভাগ ভারতে। বাংলাদেশ অংশের আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার এবং ভারত অংশের আয়তন ৪২৬০ বর্গ কিলোমিটার। 


সেই জনপদের মানুষ টিকে আছে মানুষখেকো বাঘের সাথে যুদ্ধ করে। প্রত্যেক পদক্ষেপে পা গলানো কাদামটি, বিষাক্ত সাপ, হিংস্র বাঘ, ১৭৭ টি নদীতে থাকা কুমির আক্রমণ কিংবা গহিন অরণ্যে থাকা দস্যুর আক্রমণের শংকায় মৃত্যুর হাতছানি প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। সেখানে আমরা দেখতে পাই বাঘের শিকার হরিণ,মানুষ আবার মানুষের শিকার বাঘ। প্রাগৈতিহাসিক কাল থেকেই ভয়ংকর ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের মত প্রাকৃতিক বিপর্যয়ের সামনে দেয়াল হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশকে রক্ষা করে আসছে সুন্দরবন। শুধু রক্ষা করেই থেমে থাকেনি সাথে সাথে বহু মানুষের জীবিকার জন্য রয়েছে কাঠ, মাছ, মধু ও গোলপাতা।


জলবায়ু পরিবর্তন সহ নানাবিধ কারণে আজকে আমাদের পরম আপন সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে। পানি এবং মাটিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অনেক গাছ টিকে থাকতে না পেরে মারা যাচ্ছে পাশাপাশি বিভিন্ন প্রাণী এই পরিবর্তনের সাথে অভিযোজন না করতে পেরে বিলুপ্ত হচ্ছে। জলবায়ু গবেষকদের মতে আগামী ২০ বছরের মধ্যে সুন্দরবনের ঐতিহ্য সুন্দরী গাছও বিলুপ্ত হয়ে যাবে। তার সাথে রয়েছে কিছু অসাধু মহলের গাছ নিধন ও বনভূমি উজার। এমনকি বাংলাদেশের ঐতিহ্য রয়েল বেঙ্গল টাইগার সেটির পরিমাণও উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। আজ ১৪ ই ফেব্রুয়ারি, সুন্দরবন দিবস। আজকের দিনে প্রতিজ্ঞা হোক "সুন্দরবন বাঁচাও দেশ বাঁচাও।" কারণ সুন্দরবন না বাঁচলে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগে রক্ষাকবচ হিসেবে রক্ষার কেউ থাকবে না। তাই সরকারের উচিত সুন্দরবন রক্ষায় যুগ উপযোগী প্রয়োজনীয় ও টেকসই পদক্ষেপ নেয়া। তার পাশাপাশি সেই পদক্ষেপ গুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।



মোঃ নাজমুল হাসান: শিক্ষার্থী, আইন বিভাগ,

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Email: pressnazmulbd@gmail.com

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024