ঈশ্বরগঞ্জে পুকুর থেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল গ্রামের এক পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, চর পুম্বাইল গ্রামের মৃত মুর্তজ আলীর ছেলে  মোহাম্মদ আলী (৩৫) বাড়ি থেকে চারদিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাচ্ছিল না।  বুধবার সকালে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে বিষযটি থানা পুলিশকে অবহিত করে পরিবারের লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বড় ভাই সিদ্দিক মিয়া জানান, মোহাম্মদ আলী ব্রেইন টিউমার ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পুলিশ ও পরিবারের ধারণা পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে যুবে তার মৃত্যু হতে পারে।

লাশ উদ্ধারের বিষয়ে ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, মৃত্যুর ব্যাপারে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024