শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে নির্মল মুখোপাধ্যায় বিরোচিত ও উদয়ভানু সংশোধিত অশ্রুসজল সামাজিক যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ মঞ্চায়িত হয়েছে।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারী) রাত ৮টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শিয়ালডাঙ্গী এলাকার পশ্চিম বাগডোকরা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যাত্রাপালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য সত্য নারায়ণ জয়ের সভাপতিত্বে যাত্রাপালার উদ্বোধন করেন—নীলফামারী জেলা পরিষদের সদস্য মনজুর আহমেদ ডন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, প্রিয়সী বিউটি পার্লারের সত্ত্বাধিকারী মোছাঃ লাইলী বানু লিলি, উপজেলা যাত্রা ফেডারেশনের সভাপতি বাসুদেব রায় বাসু প্রমুখ।

আনোয়ার হোসেনের নির্দেশনায় ও চিত্রনাট্য পরিচালনায় যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ মঞ্চায়িত করতে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনা করেন—কার্তিক চন্দ্র রায় ও বিকাশ চন্দ্র রায়, মঞ্চ পরিকল্পনা করেন—রামগোপাল চন্দ্র রায় ও সঞ্চালনা করেন—মণিভূষণ অধিকারী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024