|
Date: 2024-02-14 09:06:07 |
নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী শুকনাপুকুর বাজার বাইতুন নুর জামে মসজিদ ও ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে তিনদিন ব্যাপী ২৬তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারী) বাদ আসর থেকে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন—চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হযরত মাওলানা ড. লুৎফর রহমান আল আজহারী।
বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব প্রফেসর নেসওয়ারের সভাপতিত্বে বিশেষ মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন—হযরত মাওলানা মোঃ আবু সুফিয়ান (ঢাকা) ও মাওলানা মনিরুজ্জামান আঙ্গুর।
উল্লেখ্য, গত ১১ই ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া আমবাড়ী শুকনাপুকুর বাজারের ২৬তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বিশিষ্ট আলেম ওলামাগণ তাফসীর পেশ করেন। গোমনাতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদের প্রধান পৃষ্ঠপোষকতায় মাহফিলের উদ্বোধন করেন—৩নং গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ।
© Deshchitro 2024