◾ বিনোদন ডেস্ক 


লাক্স তারকা ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। নিয়মিতই অভিনয় করে যাচ্ছেন তিনি। অভিনয় শিল্পী সংঘের একজন নেত্রী হিসেবেও সরব রয়েছেন তিনি। সদস্যদের নানা প্রয়োজনে তাকে পাশে দাঁড়াতে দেখা যায় সবসময়।


অভিনেত্রী এবার রাজধানীর বনানীতে গ্লোম্যাক্স নামে একটি পার্লার শুরু করতে যাচ্ছেন। আগামী ২১ অক্টোবর এটি যাত্রা করবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে সেদিন উপস্থিত থাকবেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান।


ঊর্মিলা আজ ১৮ অক্টোবর এই তথ্য নিজে নিশ্চিত করেছেন গণমাধ্যম এর কাছে। ঊর্মিলার সঙ্গে এই পার্লারের আরেকজন পার্টনার রয়েছেন। তিনি উর্মি জিনু। দুজন মিলেই পরিচালনা করবেন ‘গ্লোম্যাক্স’। 


তিনি জানান, ওমেন্স ক্লাব নামের পার্লারটি নতুন আঙ্গিকে ‘গ্লোম্যাক্স’ নামে আসছে। এখানে নারী গ্রাহকেরা মেকওভার, লেজার ট্রিটমেন্ট, সেলুন সার্ভিস পাবেন।


ঊর্মিলা বলেন, ‘গ্রাহকদের জন্য উন্নত এবং আকর্ষণীয় মানের সেবা নিশ্চিত করতে যাত্রা করছি আমরা। একজন সচেতন নারী হিসেবে আমি অন্যান্য নারীর প্রয়োজন ও চাহিদাটা বুঝি। তাই সেই অনুভব নিয়েই গ্লোম্যাক্স চালু করছি। আশা করছি খুব দ্রুতই এটি সবার কাছে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে।’


শাকিব খান প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব খান আমাদের দেশের সুপারস্টার। উনি আমার কাছে বড় ভাইয়ের মতো। তার আশীর্বাদ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করতে পারছি এটা আনন্দের। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024