শ্যামনগরে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৩৩৩৫ জন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা ৩৩৩৫ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জানান, এবার ৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২১০৮ জন। দুইটি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১০৭৬ জন এবং দুইটি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষার্থী ১৫১ জন।

এসএসসি পরীক্ষার্থী কেন্দ্র গুলি হল নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়। ভেনু কেন্দ্র হিসাবে রয়েছে ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। দাখিল পরীক্ষাকেন্দ্র গুলি হল নওয়াবেঁকী বিড়ালক্ষèী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসা, শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসা। ভেনু কেন্দ্র জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়। ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠ, শান্তিপূর্ণভাবে এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম কর্তৃক আটজন সরকারি কর্মকর্তাকে ৮টি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পত্র প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024