|
Date: 2022-10-18 16:20:59 |
◾ নিউজ ডেস্ক
শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে আগাম বার্তা দিল শীত। উত্তরের শৈত্যপ্রবাহের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং ঋতু পরিবর্তনের প্রভাবে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভোরে ঘন কুয়াশা দেখা মিলেছে। বিভিন্ন স্থানে বৃষ্টির আবাস পাওয়া গেছে, সকালে সাথে কুয়াশার লুকোচুরির খেলাও শুরু হয়েছে। আবহাওয়াবিদরা আগামী দুই-এক দিনের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছেন।
আবহাওয়াবিদরা বলছেন, বাতাসের গতিবেগ পরিবর্তনের ফলে চলতি মাসের শেষের দিকে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করবে এবং শীতের আমেজ অনুভূত হবে। তবে রাজধানীসহ বড় শহরে শীত পড়তে সময় লাগে বলে জানান তারা। এর কারণ ব্যাখ্যা করে তারা বলেন, যানবাহন ও জনসংখ্যার ঘনত্বের কারণে শহরের তাপমাত্রা তুলনামূলকভাবে সবসময়ই একটু বেশি থাকে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
© Deshchitro 2024