নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান হিসেবে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত সাবিহা বিনতে বৃষ্টি ও সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত জাহিদ হাসানকে সম্মাননা প্রদান করেছে ডোমার মডার্ণ ম্যাথড টিচিং সেন্টার।

আজ বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) সকালে উপজেলার ছোটরাউতা সাহাপাড়া এলাকায় মডার্ণ ম্যাথড টিচিং সেন্টারের ক্যাম্পাসে মেডিকেলে পড়ার সুযোগ প্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থীকে সম্মাননা সহ শুভেচ্ছা জানান—ডোমার মডার্ণ ম্যাথড টিচিং সেন্টারের পরিচালক ওম প্রকাশ বর্মন।

এসময় মডার্ণ ম্যাথড টিচিং সেন্টারের সহকারী শিক্ষক মাসুদ রানা, মোঃ ইয়াছিন ইসলাম, বুলবুলি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতের সময় মেডিকেলে চান্সপ্রাপ্ত দুজনই তাদের ভর্তিযুদ্ধ জয়ের গল্প বর্ণনা করেন।

উল্লেখ্য, ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি পশ্চিম ধনীপাড়া এলাকার সাবিহা বিনতে বৃষ্টি জাতীয় মেধাতালিকায় ৩৮তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে এবং বামুনিয়া ইউনিয়নের জাহিদ হাসান সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024