ভাষার মাস ফেব্রুয়ারিতে শিশু-কিশোরদের উজ্জীবিত রাখতে মুন্সিগঞ্জে প্রাথমিক স্কুল পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। ১৪ ফেব্রুয়ারি বুধবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ ঘটিকায় শুরু হয় এ প্রতিযোগিতা। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর রিপন । মুন্সিগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল সড়কে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধ-শতাধিক ক্ষুদে স্কুল শিক্ষার্থী।


ম্যারাথন প্রতিযোগিতার আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, সুস্থ শরীর গঠনের পাশাপাশি সৃজনশীল কাজে এবং সুন্দর আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন কার্যক্রম। এদিকে ,বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুনে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে মহা খুশি শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতায় সদর উপজেলার ১ নং ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন এবং নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিশুসহ মোট ৫৬ শিক্ষার্থী অংশ নেয় মিনি ম্যারাথন প্রতিযোগিতায়।



এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিফাত ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024