ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদ্যার দেবীর আরাধনায় নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দিরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা।

গতকাল বুধবার (১৪ই ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন এলাকার মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজা উপলক্ষ্যে শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জা ও মেলা অনুষ্ঠিত হয়।

সনাতন সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতি মতে, জ্ঞান ও বিদ্যা লাভের আশায় প্রতিবছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা সরস্বতীর আরাধনা করেন। দিনটিকে বলা হয় ‘বসন্ত পঞ্চমী’। এদিন বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী সাদা রাঁজহাসে চড়ে পৃথিবীতে আসেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান এই সম্প্রদায়ের মানুষেরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024