সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলার ৬টি কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা- ২০২৪ শুরু হয়েছে আজ।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় বাংলা ১ম পত্র পরীক্ষা দেন শিক্ষার্থীরা। উপজেলার ৬টি কেন্দ্রে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রশাসনিক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা শহরের ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ২২৫ জন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৯৩ জন, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৪৭ জন ও চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৭১ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় বাকি পরীক্ষার্থীরা ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে দাখিল ও ডোমার বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024