শেরপুরের ঝিনাইগাতীতে, উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ ক্রীড়া, সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার  সকাল ১১ টা সময় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুম ও অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত ‘ক’ এবং ‘খ’ গ্রুপের শিক্ষার্থীরা বাংলা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সৃজনশীল নৃত্য, পল্লীগীতি ও লোকগীতি, দেশাত্মবোধক গান, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা ও গল্প বলা এসব প্রতিযোগিতায় ১৬টি ইভেন্টে মোট ২২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে, ‘ক’ গ্রুপের ৭২ জন এবং ‘খ’ গ্রুপে ৭২ সহ, মোট ১৪৪ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মফিজ উদ্দিন আকন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা শাখা ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক মাসুদ হাসান প্রমুখ। উল্লেখ্য, উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  ১৩ ও ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ দিন, বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিচারক মন্ডলীদের মধ্য থেকে ‘ক’ গ্রুপে ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, গজারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে আজাদ, উত্তর কান্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, ঘাগড়া দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশীদ। এছাড়াও ‘খ’ গ্রুপের বিচারকমন্ডলীদের মধ্য ছিলেন, ফাকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হাসান, জুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল শাহীন, ফলাফল সমন্বয়কারী ছিলেন, বনগাঁও চতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। ‘খ’ গ্রুপে সঞ্চালনায় ছিলেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও চেঙ্গুরীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা সালিহা ফেরদৌস। উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসাইন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শহীদ সোহরাওয়ার্দী, গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলীসহ বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024