|
Date: 2024-02-15 11:41:17 |
নীলফামারীর ডোমার উপজেলায় ‘দুঃখ চাষা লীগ’ এর ৭ম আসরের পর্দা উঠছে শুক্রবার। এবারের ডিসিএল ক্রিকেট টুর্নামেন্টের চাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ। টুর্নামেন্টের ১৬টি দলের অধিনায়কদের উপস্থিতিতে ট্রফিগুলো উন্মোচিত হয়।
বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) বিকালে উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ডিসিএলের সপ্তম আসরের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ও প্রথম ম্যাচে অংশগ্রহণ করবে—ট্যালেন্ট ক্রিকেট একাডেমি বনাম ক্যাপ্টেন্স একাদশ।
© Deshchitro 2024