কুড়িগ্রামের উলিপুরে পৃথক দু'টি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মসিউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলাম(৪০)কে ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইফুল ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর গ্রামের এলাহী বকসের পুত্র।
অপরদিকে উলিপুর থানার নামাজের চর তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে রৌমারী চর বোয়ালমারী গ্রামের মাদক কারবারি মোঃ বাবুল আকতার (৩৫)কে ১'হাজার২' শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
  উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024