‘শহর জুড়ে যেন প্রেমের মরসুম/ আলোতে মাখামাখি আমার গ্রিনরুম’— প্রাক্তন সিনেমার এ গান শুনেছেন হয়তো। ফেব্রুয়ারি মাস আসতেই শুরু হয়েছে প্রেমের মৌসুম। সপ্তাহখানেক বাদেই ভালোবাসার নানা দিবসে মেতে উঠবেন যুগলরা।


ফেব্রুয়ারিকে প্রেমের মাস বলা হয়। ভ্যালেন্টাইন্স সপ্তাহের কবে কোন বিশেষ দিন তা কি জানা আছে আপনার? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক বিশেষ দিনগুলোর তালিকা-


ফেব্রুয়ারির ৭-১৪ তারিখ ভালোবাসায় মাখামাখি হয়ে থাকার সময়। তবে অনেকেই আছেন যারা 'প্রেম দিবস' পালনের বিরোধী। জানেন তাদের জন্য আছে 'অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক'? শুনে অবাক হচ্ছেন?


ভালোবাসার দিনগুলো নিয়ে সবাই যতটা আলোচনা করেন, প্রেম বিরোধী দিবসগুলো নিয়ে তেমন করেন না। তাই এগুলো অগোচরেই থেকে যায়। এর মধ্যে ১৬ ফেব্রুয়ারি হচ্ছে কিক ডে (Kick Day)।


‘কিক ডে’ হচ্ছে লাথি মারার দিন। জীবনে যা কিছু দেখে খারাপ লেগেছে, সে সবের উদ্দেশে লাথি দেখিয়ে এগিয়ে চলার দিন। মনে মধ্যে ভালবাসা ঘিরে থাকা সব রকম নেতিবাচক ভাবনাকে উড়িয়ে দিয়ে নতুন ভাবে বাঁচতে চাওয়ার দিন। এর পরের দিনটিই তাই ‘পারফিউম ডে’। সুন্দর গন্ধে যেন ভাল হয়ে যায় মন, এই দিনও দেয় সে ইঙ্গিত।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024