|
Date: 2024-02-16 09:56:36 |
কক্সবাজারের উখিয়া উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উৎসব মুখর পরিবেশে পুরস্কার বিতরণ সম্পুর্ন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় উপজেলার উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয় ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোক্তার আহমদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন আকন্দ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ নূরী, পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নুরুল আবছার, অভিভাবক, সুধিজন, সাংবাদিকসহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মেধু কুমার বড়ুয়া।
আজ উপজেলা পর্যায়ে বিজয়ীরা আগামী ২২ ফেব্রুয়ারি হতে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে লড়বে। এবং আগামী ০২ মার্চ হতে ০৬ মার্চ পর্যন্ত বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।
© Deshchitro 2024