বর্নাঢ্য শোভাযাত্রা ও যমুনা নদীতে বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী মাতার ৪ দিনব্যাপী পূজার সমাপ্তি হয়েছে।

সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে শুক্রবার বিকেলে বিসর্জন উপলক্ষে প্রেসক্লাব মোড় নাজমুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য জিহাদ আল ইসলাম, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, চ্যানেল টোয়েন্টিফোর সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুন,সময় টেলিভিশন রিপোর্টার রিংকু কুন্ডু, সহ বিভিন্ন নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে গিয়ে শেষ হয়। পরে যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024