নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি মোড়ে মেসার্স আরাফাত স্টোরে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলা শহরের ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি মোড়ে মেসার্স আরাফাত স্টোরে চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আকস্মিক চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী ও দোকান মালিকেরা।

এবিষয়ে আরাফাত স্টোরের সত্ত্বাধিকারী মোঃ ইয়াসিন আরাফাত জানান, সকালে খবর পাই দোকানে চুরি হয়েছে। বাড়ি থেকে এসে দেখি দোকানের সামনের দিকের মধ্য শাটারটি সামনের দিক দিয়ে খোলা। যা ধাতব যন্ত্র দিয়ে টেনে খোলা হয়েছে। প্রায় ৩০-৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। আইনের আশ্রয় নিয়ে ঘটনাটির বিচার চাই।

উল্লেখ্য, মেসার্স আরাফাত স্টোরটি পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ উম্মে কুলছুমের পুত্র মোঃ ইয়াসিন আরাফাতের ব্যবসায়িক প্রতিষ্ঠান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024