|
Date: 2024-02-16 18:41:11 |
রাইবা সোবহান অধরা-শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পৃষ্ঠপোষকতায় বরিশাল জেলা পর্যায়ে আয়োজিত বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত ‘Golden Jubilee of Independence 2nd Division Women’s Chess Leauge’-এ চ্যাম্পিয়ন, বাংলাদেশ দাবা ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত বেগম লায়লা আলম ১২তম ফিদে আন্তর্জাতিক নারী দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে বিজয়ী হয়ে তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ,
বাংলাদেশ দাবা ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লীগ-২০২৩ এ রাউন্ডভিত্তিক প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শন, দাবাড়ুদের নিয়ে নির্মিত আন্তর্জাতিক ওয়েবসাইটে Player Info প্রদর্শিত, বরিশাল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত “Under-16 Sports Talent Hunt Program 2021-22” এ দাবা বিষয়ক প্রশিক্ষণে সাফল্যের সাথে অংশ নিয়ে কৃতিত্বপূর্ন সনদ অর্জন, মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে “বিজয় উল্লাস ২০২২” Powered By LKTW & বাবুই প্রকাশনী-এর ওয়ার্ল্ড কাপ ফুটবল কুইজ সেগমেন্টে সারা দেশ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ৫ম স্থান অর্জন, BoiBook আয়োজিত ‘The Grand Event 2022’-এ T20 World Cup কুইজ সেগমেন্টে 2nd Runner Up, মাগুরার শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক উম্মুক্ত আন্তর্জাতিক ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৩’ এ ‘Best Women’ সম্মাননা, বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত ‘শেখ রাসেল জাতীয় এয়ারগান শ্যূটিং প্রতিযোগিতা ২০২৩’ এর প্রিলিমিনারি পর্বে সারা দেশ থেকে অংশ নেওয়া অনূর্ধ্ব-১৮ শ্যূটারদের মধ্য থেকে মোট ২০৭ পয়েন্ট পেয়ে ১৩ তম স্থান অর্জন,
বাংলাদেশ দাবা ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত ‘Marks Active School Chess Champs’ টুর্নামেন্টে বরিশাল জেলা পর্যায়ে ৭০ টি স্কুল টিমের মধ্যে ৪র্থ স্থান অর্জন, Titu Khan Chess Academy Fide Rapid Rating Tournament 2024 এ প্রাইজমানি অর্জন, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় একক দাবায় উপজেলা পর্যায়ে ২য়-এত এত সব স্বপ্নের মতই সুন্দর কৃতিত্বের অধিকারী। রাইবা সোবহান অধরার জম্ম ও বেড়ে ওঠা বরিশালে। তার বাবা জনাব আবদুস সোবহান বাচ্চু বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের সম্মানিত সভাপতি এবং একজন দক্ষ শিশু সংগঠক হিসেবে যুগের পর যুগ ধরে কাজ করে এসেছেন। তার মা আফরোজা বেগম সিমকী সিস্টারস ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। একদিন অধরা তার প্রতিভা দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরবে-এই প্রত্যাশা ও শুভকামনা…
© Deshchitro 2024