|
Date: 2024-02-17 09:29:57 |
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ভোগডাবুড়ী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচে জয়পুরহাট জেলা নারী ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করেছে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রমীলা ফুটবল একাডেমি।শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চিলাহাটি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন—ভোগডাবুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আহসান হাবিব শাওন।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রানা, ভোগডাবুড়ী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান জাদু, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মোঃ সাহেদ ইসলাম যুবরাজ প্রমুখ।টুর্নামেন্টের ২য় ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—বোদা উপজেলা প্রমীলা ফুটবল একাডেমি, পঞ্চগড় বনাম জয়পুরহাট জেলা নারী ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলায় বোদার শান্তির একমাত্র জয়সূচক গোলে জয়পুরহাটকে ১-০ গোলে পরাজিত করে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রমীলা ফুটবল একাডেমি।
© Deshchitro 2024