নীলফামারীর ডোমারে ‘দুঃখ চাষা লীগ’ এর ৭ম আসরের ক্রিকেট ইভেন্টের দ্বিতীয় ম্যাচে ৯৮ রানের বড় জয় পেয়েছে কাব্য সুপার স্টার।

আজ শনিবার (১৭ই ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘নিউ মডার্ণ জুয়েলার্স দুঃখ চাষা লীগ, পাওয়ার্ড বাই আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর ৭ম আসরের ২য় ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—শফি ওয়াই-ফাই পাগলাবাজার বনাম কাব্য সুপার স্টার।

ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কাব্য সুপার স্টার। প্রথম ইনিংসে কাব্য সুপার স্টারের ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫.০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে তারা ২০৩ রান সংগ্রহ করে।

২০৪ রানের জবাবে ২য় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৪.১ ওভারে ১০৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় শফি ওয়াই-ফাই পাগলাবাজার। এর মাধ্যমে ৯৮ রানের পরাজয় বরণ করতে হয় তাদের। ম্যাচে ৬১ রান ও ১টি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কাব্য সুপার স্টারের বাঁধন।

আয়োজক কমিটি সুত্রে জানা যায়, আগামীকাল রবিবার (১৮ই ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ৩য় ম্যাচে মাঠে নামবে—ওয়েলকাম ক্রিকেট একাদশ ও মডার্ণ জুয়েলার্স।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024