সংসদ সদস্য দোলনের সঙ্গে চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ


নবনির্বাচিত নগর কালিগঞ্জ আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার কর্মরত শিক্ষক-কর্মচারীবৃন্দ। আজ শনিবার ১৭ ফেব্রুয়ারি সকালে এমপির নিজস্ব বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করেন।


এসময় উপস্থিত ছিলেন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার পক্ষে অধ্যক্ষ মো: আব্দুল কাদীর হেলালী এমপি এস এম আতাউল হক দোলনের কাছে সম্মাননা স্মারক ক্রেস্ট ও আগামী ৮ই মার্চ তারিখে মাদ্রাসার ৫৭ তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের দাওয়াত পত্র তার হাতে তুলেদেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মো: নুরুল আমিন, সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো: আসাদুল্লাহ, সহকারী অধ্যাপক মো: জুবাইর ইসলাম, আরবি প্রভাষক শহিদুল্যাহ, মো: নুর ইসলাম, হোসেন আলী, আহছান হাবীব, আব্দুল মাজিদ, মোবারক হোসেন, মো: আবু বক্কর সিদ্দিক, শেখ আব্দুস সবুর, আনোয়ার হোসেন, শাকের আহমেদ, রেখা খাতুন, শিরিনা পারভীন, সুমাইয়া, আব্দুস সালাম সহ কর্মরত শিক্ষক কর্মচারীবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024