|
Date: 2024-02-17 14:01:30 |
জন্মের পর থেকে দুই হাত নেই সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর জিন্নাহ মিয়ার ছেলে সিয়াম মিয়ার (১৬)। ছোটবেলা থেকে পা দিয়ে লিখে নিজের পড়াশোনা এগিয়ে নিয়েছে। অভাবের সংসারে চতুর্থ শ্রেণিতে থাকতে একবার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। তবু দমে যায়নি সিয়াম। অদম্য ইচ্ছাশক্তির ফলে আবার ঘুরে দাঁড়িয়েছে। দুই হাত ছাড়াই পা দিয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সিয়াম।
মানবিক অফিসার ইনচার্জ জনাব, মোঃ মুশফিকুর রহমান অদ্য ইং-১৭/০২/২০২৪ তারিখ সিয়ামের বাড়িতে গিয়ে সিয়াম সহ তার বাবা-মায়ের সাথে সৈজন্য সাক্ষাত করেন। এ সময় সিয়ামের বাবা-মা কে সিয়ামের পড়াশোনা চালাতে সার্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
© Deshchitro 2024