|
Date: 2024-02-17 14:29:02 |
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ২/ক ইউনিটের পরিবার কল্যাণ সহকারী জেসমিন আরা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক সৈয়দ রবিউল আলম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে জেসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়।অফিস আদেশে উল্লেখ করা হয়, দীর্ঘদিন কর্মস্থল অনুপস্থিত, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন, বিনা অনুমতিতে ভারত গমন ও স্থানীয় টিভি চ্যানেলে ক্যান্সার আক্রান্ত মর্মে ভুয়া তথ্য উপস্থাপনসহ নানাবিধ অসৌজন্যমূলক আচরণের জন্য সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর (১২)১ অনুযায়ী তার বিরুদ্ধে তদন্তের স্বার্থে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, পরিবার কল্যাণ সহকারী জেসমিন বিনা ছুটিতে ২১ দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ বিষয়ে তার বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।এ বিষয়ে পরিবার কল্যাণ সহকারী জেসমিন আরা খাতুন সংবাদ মাধ্যমকে জানান, তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় পরীক্ষা-নিরীক্ষা করালে তার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকরা তাকে ৮টি কেমোথেরাপি দিতে বলেছেন। কিন্তু এই অবস্থায় একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে ছুটির জন্য ঘুরলেও তাকে ছুটি দেওয়া হচ্ছে না। তিনি ন্যায়বিচার দাবি করেন।
© Deshchitro 2024