নীলফামারীর ডোমার উপজেলা শহরের ‘তানযীমুল উম্মাহ মডেল মাদরাসা’-এর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ই ফেব্রুয়ারী) পৌর শহরের ছোটরাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন তানযীমুল উম্মাহ মডেল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু।


তানযীমুল উম্মাহ মডেল মাদরাসার চেয়ারম্যান মোঃ মোসলেহুদ্দীন শাহ্ কোরাইশীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী।এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল আজিজ, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম প্রমুখ।পরে, সকলের উপস্থিতিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দোয়া পরিচালনা করেন—ডোমারের পশ্চিম চিকনমাটি বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল হামিদ হোসাইনী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024