শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে থাকা সুপ্ত ও সৃজনশীল প্রতিভা বিকাশের মাধ্যমে শিশু সুরক্ষায় কমিউনিটির সচেতনতা বৃদ্ধিতে গত ১৭ ফেব্রুয়ারী উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের তেলিপাড়ায় মাদক প্রতিরোধে এনজিও সংস্থা বিটার উদ্যোগে একটি সচেতনতামূলক নাটক উপস্থাপন করা হয়। নাটকটিতে তেলি পাড়া সিওসি গ্রুপের ০৫কিশোর-১৫ কিশোরীরা অভিনয় করেন। নাটকটির পূর্বে শিশু সুরক্ষা কেন্দ্রের শিশুদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিকনৃত্য পরিবেশন করা হয়। নাটকটিতে দেখানো হয় মাদকের সাথে সম্পৃক্ত হয়ে তরুন প্রজন্ম কিভাবে বিপদগন্তু হচ্ছেএবং মাদক মুক্ত পরিবার গড়তে অভিভাবকদের করণীয়। স্থানীয় ইউপি সদস্য ও শিশু সুরক্ষা কমিটির সদস্য জনাব আবুল হাসনাত চৌধুরীসহ স্থানীয় অভিভাবক, গন্যমান্য ব্যক্তি, শিশু, কিশোর-কিশোরী ও অভিভাবকগন দর্শক হিসেবে উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন। বিভিন্ন বয়সের প্রায় ২০০জন দর্শক নাটকটি উপভোগ করেন। নাটক শেষে উপস্থিত দর্শকের সাথে নাটকের মূল বিষয় ও মাদক প্রতিরোধের মাধ্যমে শিশুর সুরক্ষায় অভিভাকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন স্থানীয় ইউপি সদস্য জনাব আবুল হাসনাত চৌধুরী। নাটক শেষে অনূভূতি প্রকাশ করে অভিভাবকগন বলেন সচেতনতামুলক এই নাটকটি প্রতি মাসে গ্রামে গ্রামে দর্শক প্রদর্শনীর মাধ্যমে সচেতনতা বাড়ানো উচিত।

GFFO € plan International Bangladesh এর সহায়তার চলমান JF-CPiE প্রকল্পের অধীনে বিটাএই নাট্য কার্যক্রমটির আয়োজন করে। কার্যক্রমটিকে সফল করতে বিটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বকারী মোর্শেদ আলম, সুইনু মারমা, মো: আব্দুল্লাহ, মো: করীম, মোঃ রাব্বী, পপি আক্তার, সুরুত আক্তার, মোঃমহিউদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মীগন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024